ছড়া
নগরায়ন
দীপ মুখোপাধ্যায়
নগর গিলেছে গ্রামকে এবং মানুষ বেড়েছে শহরে
আধুনিকতায় সেজেগুজে নিয়ে বর্ধিত লাটবহরে
দিয়েছে অনেক চাকরি-বাকরি সুখের জীবনখানি
স্বাস্থ্য,শিক্ষা সব পরিষেবা দিয়েছিল হাতছানি।
এতকিছু নিয়ে আমজনতাও আমোদে আত্মহারা
এসব কিন্তু ঘটে চলেছিল পরিকল্পনা ছাড়া-
আকাশ এখন দেখা যায় শুধু বহুতল ছাদ থেকে
ভাঙা কার্নিশে চিরকি কাটেনা রোদ্দুর এঁকেবেঁকে।
পুকুর বুজেছে বাড়ি হবে বলে গাছ পড়েছিল কাটা
বস্তিগুলোতে অভাবী মানুষ,যাদের কপাল ফাটা
চিল বাড়ন্ত,চড়ুই আসেনা শকুন মেলেনা ভাগাড়ে
নগর শুধুই বেড়ে চলেছিল নিয়মিত একনাগাড়ে।
গাড়ি ছুটে চলে পাগলের মতো মানছেনা সিগনাল
অফিস-যাত্রী স্কুলের পড়ুয়া যানজটে নাজেহাল
বক্তিমে ঝাড়া মাতব্বরের বেড়ে যায় আনাগোনা
ওরা নাকি এসে দূর করে দেবে শহুরে আবর্জনা।
ঘেরাও,মিছিল,পথ অবরোধ মানুষের ঘেউঘেউ
মাত্রা ছাড়ায় সব দূষণের আইন মানেনা কেউ
পানীয়জলের জন্য সবাই টিপ-কল নির্ভর-
এত মানুষের চাপ নিতে গিয়ে নেমেছে জলের স্তর।
ধোঁয়াধুলো মাখা নগরায়নের অফুরান গ্যাঁড়াকল
হবে ছয়লাপ উড়ালপুলের বাড়বে শপিংমল-
ভাবছি আবার ফিরে যাব গ্রামে,এখানে?উরিব্বাবা!
সেখানেও ফের হানা দেয় যদি নগরায়নের থাবা?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your valuable comment.