কবিতা


সমান্তরাল নদী 

সমর সুর



ভালোবাসার মাঝে একটা সমান্তরাল নদী থাকা
খুব দরকার।
বহুদিন অশ্রুর উপর ভেসে থাকা যায়
যেভাবে ছড়িয়ে থাকে কচুরিপানা ও তার সংসার।

বসন্তের রং এত নীল জেনেছি ফুলের সমীপে এসে।
ভ্রমরের পাখার নিচে ছায়াশরীর,তবু মুগ্ধ গানে 
পরাগ মিলনে অনন্ত সুখ দেখি পাপড়ির কম্পনে।
প্রতারনাকেও প্রেম মনে হয় যদি তুমি ভেসে থাকা জানো।

ভালোবাসার নিচে একটা সমান্তরাল নদী থাকা দরকার
বহুদিন ভেসে থাকা যায় অশ্রুর উপর।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ