কবিতা
মেঘ ও বৃষ্টি
সায়ন্তন সেন
অচেনা কোনো বৃষ্টিভেজা ছাদে
দাঁড়িয়ে আছো তুমি
আমি দূর থেকে
বায়নাকুলারে দেখতে পাচ্ছি
ছেঁড়া ছেঁড়া কিছু মেঘের টুকরো
তোমার খোলা চুলে আটকে আছে
তুমি হাসছো আর
হাসির আওয়াজ মিশে যাচ্ছে হাওয়ায়
কলকাতার মেঘেরা এত সুন্দর হতে পারে
সেটা আগে জানা ছিল না
যদি জানতে পারতাম
কোনো এক অলস রবিবারে
বাড়ির ব্যালকনিতে বসে
তোমার শরীরের গভীর থেকে
অগুনতি বৃষ্টির ফোঁটা
বের করে আনার চেষ্টা করতাম।
সায়ন্তন সেন
অচেনা কোনো বৃষ্টিভেজা ছাদে
দাঁড়িয়ে আছো তুমি
আমি দূর থেকে
বায়নাকুলারে দেখতে পাচ্ছি
ছেঁড়া ছেঁড়া কিছু মেঘের টুকরো
তোমার খোলা চুলে আটকে আছে
তুমি হাসছো আর
হাসির আওয়াজ মিশে যাচ্ছে হাওয়ায়
কলকাতার মেঘেরা এত সুন্দর হতে পারে
সেটা আগে জানা ছিল না
যদি জানতে পারতাম
কোনো এক অলস রবিবারে
বাড়ির ব্যালকনিতে বসে
তোমার শরীরের গভীর থেকে
অগুনতি বৃষ্টির ফোঁটা
বের করে আনার চেষ্টা করতাম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your valuable comment.