কবিতা

প্রচ্ছদ

সমরেশেন্দু বৈদ্য


সময়কে  বঞ্চিত করেছো
এখন নিজেই বন্দি।
ক্ষমা চাইতে পারো না?

শঙ্খধ্বনি আর নাম গান একসঙ্গে শুনত পাচ্ছো না? ওরা কিন্তু উৎসব করছে।

যে আলো এতোদিন গায়ে মেখেছো
বিশ্লেষণ করে দেখো তাতে কোন রশ্মি ছিল।

ওভাবেই দাঁড়িয়ে আছো !
শরীরে এখনো ফোস্কা পড়ে নি !

আমি তো বেশ প্রচ্ছদ আঁকছি
কাঁকড়া বিছে আহত।
আমাকে দেখে কেমন দৌড়ে পালাচ্ছে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ