কবিতা

দূরত্ব

কাকলি দাশ ব্যানার্জী


পৃথিবীর কাঁখে কালকেউটিয়া- বিষ 
ভয়ের লিপিতে সেঁটেছে সাম্যবাদ 
আগ্নেয় এই ভাইরাসে কুর্নিশ ,
এখন বেড়েছে হাত ছুঁয়ে থাকা সাধ ।

ও কুর্নিশ করা ধানশিষ মাথা - নত
সাষ্টাঙ্গে দোষ পাওয়া অবসাদ 
ধর্ম আফিন আজকে অসঙ্গত,
হাড়িকাঠে রাখা সব বিসম্বাদ ।

একতার তালে - গিঁট নয় মজবুত
লুকানো আছে ভেদের মুগ্ধবোধ
স্নো পমেটমে সর্ষের মাঝে ভূত
টিকি দাড়ির প্রতীকী  ঋণশোধ ।

ভালোবেসে কেউ ডাকেনি কারোকে কাছে 
ভয়ের গায়ে লাগাতে চেয়েছে রোদ-
ঘৃণার দেহ হুকে টাঙানো আছে ,
প্রয়োজন শেষে আয়োজনে - অবরোধ ।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ