কবিতা

          নতুন মা

        সৌরভ চন্দ্র

[ উৎসর্গ - কবি চিত্রা লাহিড়ী ]

মৃত্যুপুলিশ এসে যাবার আগে
শেষরাতে গুলবদন বেগম
লিখে ফেললো আমার ইতিহাস

তোমার কোলে যাবো বলে নতুন মা
পাহাড় থেকে নেমেছি নদী হয়ে
হাওয়া হয়ে বয়ে গেছি শনশন
ঘুরেছি তোমার পাশে চৈতন্য হয়ে

ঘর ছাড়ার আগে
মাগো , দাও শস্যবীজ
আমি ব্রহ্মান্ড ঘুরে আসি

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ