কবিতা

গোঁসাই

দীপঙ্কর দাশগুপ্ত

হঠাৎ গোঁসাই তোমায় মনে পড়ে,
কী রঙ নিলে কী রঙ দিলে আজ এ গ্রহান্তরে!
বৈষ্ণবী- পায়ে উপুড় করে সাজি
অন্তরঙ্গ গাইলে কী গান কৃষ্ণ যখন মাঝি!

অন্যেরা কেউ তোমার ছোঁয়া পেল?
অন্তরীক্ষে ঝঞ্ঝা জাগাও সূর্য নেমে এল।

আগুন নিয়ে খেলতে যে ভয় করে,
দূরেই থাকো স্বভাবসিদ্ধ নিজেরই জলঝড়ে। 

রাতের ভিতর রাতের চাদর নড়ে,
সঙ্গোপনে এ পাড় সাজি, ওপাড় ভেঙে পড়ে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ