কবিতা
এবার ফিরে এসো
শ্যামলশুভা ভঞ্জ পণ্ডিত
এপারে অমলতাসের গাছ
হাওয়া দিলে ঝরে পড়ে আমের বকুল
নিম বট অশত্থের টান ।
নীল মেঘ বাসা বাঁধে ঘাসের ডগায় ।
কলমীর ছায়া ঘন হয় পুকুরের জলে
তিরতিরে বুক, বাতাস ছুঁয়েছে ।
এখানেই আকাশ আসনপিঁড়ি
বসে আছে ধানক্ষেতে, ধান কাটা হলে
মাঠ রোদ্দুর মাখে কিশোরীর মত ।
ছায়া ছায়া বাঁশবনে বাসা বাঁধে,
যারা বুকে হেঁটে চলে । এখানেই
শিশিরের মত ঝরে আছে
তোমার হৃদয় । ফিরে এসো।
এখনও অনেক দেরী বৃষ্টি নামার ।
এখনও অনেক দেরী বৃষ্টি মাখার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your valuable comment.