কবিতা
পুনশ্চঃ ব্লগস...
কৌশিক চট্টোপাধ্যায়
(১)
কুয়াশা স্পাইকে শার্ট ঝুলিয়ে
সকালের রোদ-ঘুম এখন ফ্যাকাশে
নাকের ওপর শ্রান্ত চশমা
দূরের পরকলা কাঁচে কাছের বিকেল
ফেড আউট....
আবার প্যান করে এলো মেঘলা
ছাইছাই পার্পল স্কার্টে
হইচই মনখারাপের
চিয়ার-লীডার
আজ আমার
ভেজা জামা ধ্বনিময় , চেককাটা
নালক, নালক....
তোমার হাঁসের খোঁজ-
ছড়ানো স্কেপে
পরিযায়ী মানুষ-হাঁসেরা...
ওই যে
দূর ডাকলো,
তুমি কি দেখেছো?
তুমি কি রেখেছো হাত আমার হৃদয়ে
যার নাম মনে পড়ে
এই সান্ধ্যকাল এখন
বিস্মৃতি কার্পেট গোটায়
মৃদু দুঃখরা আজো দূরে থাকে
জলের আলগা শব্দ গলুই-প্রমান
একে একে আলো নিভে যায়...
কান্নার মুখোশে
নির্জনের কথাকলি
তোমাকে দেখাই।
(২)
কান্নার উল্কিগুলো চিনে নেবে
চিনে নেবে চিবুকের দাগ
যেখানে কুঠার আজো নির্মম
সেখানে ছুঁয়েছে তোমার আঙ্গুল
নখপালিশের রঙ চামড়ার তলায়
ডাক দাও
ওই রাত-চেরা, ফিনকি আওয়াজ...
ডাকো, বারবার উদগ্র আবেগে..
আমাকে এভাবে একা রেখে
চলে গেল এক একটি শালবন
তাদের ঘনিষ্ঠ রেনুর প্রপাত
আজ খুব মনে পড়ে
মনে পড়ে নিরাসক্ত লতানো বেতগাছ
পায়ে চলা পথগুলো দিকভ্রম-কাতর
আর আনত গুলমোহর আকাশ-জানলায়
এখন কুঠারাঘাত আমাকে ভাবায়
মানুষের ভালোবাসা কতটা গভীর?
মজ্জা তন্তু ছিলা টানটান করে
এসব আঘাত কি আসলে
আমারই পাওনা ছিলো তোমাদের কাছে?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your valuable comment.