কবিতা
বালিয়াড়ি
বঙ্কিমকুমার বর্মন
পুনরায় জেগে ওঠা শূন্যস্থানে লেপে দিই কাঁচা মাটির গন্ধ। আমি শুশ্রূষা লাভ করি। কোথাও এতটুকু কিঞ্চিৎ ফোঁটা নেই। মৃত্যুর রং একমাথা আদর নিয়ে উঠে দাঁড়ায়। আমি উন্নত মহাশূন্যে ছড়িয়ে পড়ছি ধীরে ধীরে । উবে যায় অবিশ্বাসের ওজন । ঝাঁকে ঝাঁকে জলবতী মেঘেরা কলসী কাঁখে নিয়ে ঘুরে বেড়ায় নূপুর পায়ে। এইসব দৃশ্য সঞ্চয় করে রাখি দৃষ্টির সাদামাটা ঝুলিতে। এত বিজলীর নৃত্য আমাকে নৃত্যসম্ভবা করে তুলে। প্রণত হই স্তব্ধ নক্ষত্রের মৌন যাপনে, একবার ছুঁড়ে ফেলি মনের ভিতর স্বচ্ছ সরোবর। আমি বুঝতে পারি একটা ক্ষয়ে যাওয়া দিনের আহত বালিয়াড়ি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your valuable comment.