কবিতা

ডিঙি

দেবারতি ভট্টাচার্য

ক্লান্ত  গাঙচিলের  ডানায়  ক্ষত  হয়ে  বেঁচে  আছে
ভিজে যাওয়া বর্ষার দিন
উতল  হাওয়ার  ঠোঁটে আলগোছে কামড় –
এ  ভাবেই  শোধ করে  নাবিক  মেঘ, রৌদ্রের ৠণ।
এক ফোঁটা বৃষ্টির তুমুল ঘ্রাণ
সবুজের নিঃশ্বাস অফুরান ...
রোদের ভিতর ঢুকে পড়ে আলগোছে আমাদের ছায়া
আলুথালু ফেরিঘাট, উত্তাল ঢেউ
যা  কিছু  নিষিদ্ধ করে দেখাবেই ঘাটে বাঁধা ডিঙি –
লঞ্চের ডেক বলে,
বাতিঘর
তোমাকে কি চিনি !

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ