কবিতা

অধ‍্যায়

গৌতম হাজরা


একটা অধ‍্যায় শেষ হবার পর আর একটা অধ‍্যায় এলে
অভিঘাতে ভিজে যায় চোখ। বুঝতে পারি
পা হচ্ছে ভারি, মন হচ্ছে খারাপ
ঝরাপাতার মতো ঝরে যাচ্ছে ম্রিয়মান রোদ।

এক একটা অধ‍্যায়ে অতিকথন মোটেই ছিল না।
ফিরে দাঁড়াতে গিয়েও বিধ্বস্ত হয়ে গেল ওই ঝাউবন;
আড়ালে চলে গেল অতীতকথন
অনুতাপে আছড়ে পড়ল জল , আর
টানাপোড়েনের কটুগন্ধ জীবনযাপন।

অধ‍্যায় যখন শেষ হয়
দেখলাম পাড় ভাঙতে ভাঙতে শুরু হল
দিনান্তের গমন !

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ