কবিতা
পূর্ণিমা
শিবাশিস মুখোপাধ্যায়
তোমার পাহাড়ি আর বুনো গন্ধ আমাকে
জানোয়ারের মতো তাড়িয়ে নিয়ে এল
এই উপত্যকায়।
আমি শিং দিয়ে ঢুঁ মারলাম পাহাড়ে,
খড়্গ দিয়ে খুঁড়ে ফেললাম মাটি;
আর তুমি,তপ্ত উষ্ণ তীব্র সেই মাটি
ধারণ করলে আমার আঘাত
আর গলগল করে বেরিয়ে এল ধ্রুবপদ।
অভ্রকণার ফোয়ারায় চিকচিক করে উঠলে তুমি
আর গোলাপি সেই সন্ধ্যায়
আকাশ কাঁপিয়ে চাঁদ উঠল পাহাড়ের মাথায়।
তোমার মুখের মতো ভরাভর্তি সেই চাঁদ;
আর আমি,এই সামান্য আমি
একছিটে কলঙ্কের মতো আমি জেগে রইলাম কেবল
তোমার ভুবনভোলানো ওই হাসিতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your valuable comment.