কবিতা

মুখোশের হাট

মীরা মুখোপাধ্যায়

আজ যদি বৃষ্টি  নামে  চৈত্রসন্ধ্যায়
একাই ভিজতে হবে,
রেকর্ডে মল্লার বাজবে

পাশের বাড়িও এক দূরতম দ্বীপ,
যাকে ছুঁয়ে  দিতে চাই 
তাকে ঘিরে সুরক্ষাবলয়

শুধু কিছু ছুঁড়ে দেওয়া কথা
সতর্কতা, ম্লান হয়ে আসা গান
মাঝেমধ্যে বেজে  উঠছে

তফাৎ  যাও, দূর  হঠো
পাগলা  মেহের আলী  চিৎকার করে
ব্রান্ড এ্যামবাসাডর হয়ে গেল

বিষণ্ণ ছেলেটি 
বহু দূর থেকে এসে রুটি দিয়ে গেছে
বিষাদমাখানো রুটি .....

তার  মুখোশে ভয়ের চিহ্ন 
অবিশ্বাসী চোখ
সেও কি আমাকে  তবে ছুপা রুস্তম ভাবছে !

চার দেয়ালের রঙে ঘেন্না  ধরে যায়
আজকাল কারো চোখে দৃষ্টিও রাখিনা

শেষ রাতে  একা ঘরে স্বপ্ন দেখলাম
অযোধ্যা পাহাড়....পাদদেশে হাট বসছে
আর সেই হাটে মুখোশ কিনছেন একা
মৃত রাজা তুতেনখামেন

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ