কবিতা
অরূপজন্ম
সৌরভ বন্দ্যোপাধ্যায়
তোমার সাথে যা-করেছি --- খুব অন্যায়, খুব অন্যায়
মনের যত স্বপ্নদোয়াত এক-এক করে সব ভেঙেছি
ছিটকে গেছে সব ক'টি রং, কারা কোথায় ছড়িয়ে গেছে
বন্ধ ছিল চোখের পাতা, এখন ভাবি অন্ধসাঁতার...
তোমার সাথে যা-হয়েছে খুব অনুচিত, নিন্দনীয়
স্বপ্নেও যে পাইনি আভাস এমন কঠিন সম্ভাবনার !
বস্তুত সে-ভুল আমারই, হয়তো বোধের অক্ষমতা
হয়তো কেন ! নিশ্চয়ই তা; বৃথাই তোমার দিন ভাসানো...
মস্ত কিছু আবেগ বেঁধে বেরিয়ে পড়া রঙিন ট্রেনে
কেক-পেয়ারা-কমলালেবুর গন্ধে ঘেরা বেলুনসময়---
প্রতিশ্রুতির পালক ফেলে হারিয়ে গেছি এদিক-ওদিক
সাক্ষী কত হিমেল কোপাই, শঙ্খপুকুর, জামের বাগান...
মনস্তাপে পুড়ছি আমি, রোজ প্রতিদিন ভীষণরকম
এইভাবে কি সরতে হত, এই কি ছিল জীবনসূচি !
জানি আমার দায় সবটাই, তোমায় অনেক দুঃখ দিলাম
পারলে তুমি আমার জন্য অরূপ কোনও জন্ম বোনো...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your valuable comment.