ছড়া
ম্যাজিক তিনি নিজেই
শুভঙ্কর চট্টোপাধ্যায়
এক মানুষেই অনেক মানুষ তিনি
খেলার ছলে ধরিয়ে দিলেন ভুল,
ইন্দ্রজালের ছোঁয়ায় যেমন করে
কাঁটার ঝোপে অবাক ফোটে ফুল।
বয়স তাকে ছুঁতেও পারবে না,
সময় থেকে এগিয়ে তাঁর গতি,
দ্বন্দ্ব-দ্বিধা ভ্যানিশ করে দিয়ে
দেখান কীসে ভাল,কীসে ক্ষতি।
আমরা যারা অনেক কিছু করার
আকাশছোঁয়া স্বপ্ন চোখে রাখি,
সহজ করে পথের দিশা এঁকে
বুঝিয়ে দেন,শেখার অনেক বাকি।
[বিশ্ববরেণ্য যাদুকর
পি.সি.সরকার (জুনিয়র)এর প্রতি শ্রদ্ধায়]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your valuable comment.