কবিতা

ধ্যানচুম্বন

শুভঙ্কর দাস 


একটি জ্বলন্ত দুপুর আর একটি ছুটন্ত ঘোড়াকে
একসঙ্গে বসিয়ে রেখেছে ধ্যানে..
চোখের তরঙ্গে যদি একটিবারের জন্য কামরঙা ঝলকানি ওঠে
যদি শরীরের ভেতর শরীর চমকায়,কাঁপে
তবে প্রজন্ম- পরম্পরায় মরবে শরীরের অভিশাপে

প্রতিটি স্পর্শকাতর আঙুলে বীজধান পু্ঁতে দাও
জল- আলো আর একটু মাটি দাও গোড়ায়
ধ্যান ভাঙলে,শেষপর্যন্ত  যাই পড়ে থাকুক 
সন্ন্যাসী বা গৃহস্থ, তিনভুবনের পারের ফকির বা চিরকালের সম্রাট

সব মেনে নেব,সব ছেঁড়া- ফাঁড়া জুড়ে নেব,সব বিষাদ,বিষ,বিপন্ন বাতাস, তাও নেবো
তুষের আগুনের মতো টকা দই-দগ্ধতা নেবো না

কারণ ওতেই আবার সহস্র দুপুর ও ঘোড়ার জন্ম দেবে...

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ