কবিতা
ভেতর আগুন
কুমারেশ তেওয়ারী
আগুনের ভেতরেও তো আগুন থাকে
তার রূপ কিছুটা কোমল বর্ণ
এবং প্রকৃতি ঠিক দীপক রাগের
বাইরের আগুন এড়িয়ে কেউ
ভেতরের আগুনের পাশে এসে নিবিড় বসলে
মুহূর্তেই ক্রিয়াশীল হয়ে ওঠে ভেতর আগুন
তানসেন ঢুকে পড়ে নাভির ভেতরে
অতঃপর শুধুই পোড়া ও পোড়ানোর পাঠ
এসময় সিঁড়ি বেয়ে কেউ মল্লার আনলে
নাভিদেশ সম্পূর্ণ পুড়ে যাওয়া থেকে
বেঁচে যাবার কিছুটা সুযোগ হয়তো থাকে
তবে এমন দৃশ্যটি ঠিক গড়ে ওঠার আগেই
সিঁড়ি ভেঙে পড়ে অধিকাংশ ক্ষেত্রেই
ভেতর আগুন তখন রুদ্ররাগের মালা পরে
তুমুল বাঘিনী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your valuable comment.