কবিতা
বাদলা দুপুর ও গুঁড়ো-গুঁড়ো অবসাদ
গোবিন্দ বারিক
ভালোবাসার প্রহরগুলো আনন্দে ঝরছে বৃষ্টি
প্রেম আকাশে জমাট বেঁধে বৃষ্টিকণা
দু'টো শালিখ ভিজতে ভিজতে ডুবে যাচ্ছে মোহে
আজ সারাদিন শুধু বৃষ্টির গান
রাগ,বিষাদ, বেদনা, অভিমান ভাসিয়ে দিয়েছি
জলস্রোতে, সংসারে, ভালোলাগার ঘাইমুয়ানে...
খেদাক্ত দিনগুলো অন্তরে পুষে রেখেছ
রান্নায় মিশিয়ে দিচ্ছো বাদলার গুঁড়ো-মিহি অবসাদ, খুন্তির ঠনঠন শব্দে তীব্র দহনজ্বালা,
অভিযোগগুলো ভাজা হচ্ছে গুমরানো দাহে,
অথচ জানালায় বৃষ্টির সুরে সুরে প্রেম ও মোহ
ঢেউ তুলেছে জোনাকি-মন।
আসলে বয়স ভুলে যায় পরিযায়ী প্রেমকথা
শুধু একটা বাদলা দুপুর ভাসতে চায় বুনোঘাসে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your valuable comment.