সম্পাদকীয়

এ বর্ষায় ভরসা ভেসে গেছে...

শুভঙ্কর চট্টোপাধ্যায়


আর কী কী ভাসতে বাকি আছে জানা নেই। আমাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা,সুস্থভাবে বাঁচার ভরসা,সামাজিক ভাববিনিময়,উৎসবের সমবেত উচ্ছাস অতিমারীর ভয়ে ও ভয়াবহতায় ভেসে গেছে।প্রাণপণে শিল্প,সাহিত্য,সংস্কৃতিকে আঁকড়ে ধরে বাঁচতে গিয়ে দেখি, অভব্যতা আর ব্যক্তিস্বার্থের অনৈতিক পীড়নে ভেসে গেছে আমাদের সাংস্কৃতিক যাপনচিত্রের সুনামও।তবুও বর্ষার কাছে অনিঃশেষ প্রত্যাশা আমাদের। ছদ্মসুশীল লাম্পট্যবিলাস আর ক্ষমতার অপব্যবহারের সুদীর্ঘ ক্লেদাক্ত অধ্যায় বরং প্রবল জলস্রোতে সে ভাসিয়ে নিয়ে যাক,অবিরাম শ্রাবণধারায় ধৌত হোক বাংলাভাষার গায়ে এসে পড়া যথেচ্ছ স্খলনের শাব্দিক দূষণ।

বুক ভরে ঘ্রাণ নিই সুস্থ সংস্কৃতির।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ