কবিতা

শপথ
সবর্ণা চট্টোপাধ্যায় 

তুমি জানো, আমি জানি, খোলা এক পৃথিবী আলোর
পথ যেন খুলে যায় আঁধারের ভ্রমে জাগে রাত
জলের বুকেতে ভাসে জেগে ওঠা একলা প্রদীপ
জ্যোৎস্নায় ভেসে যাওয়া গভীর রাতের একা ছাত

তুমি হাওয়ার সাথী, শরীরে শরীরে আঁকো সুর
এতকাছে আছো তবু, মনে হয় কেন এত দূর?
অন্ধ চোখের ওপর এসে পড়া আচমকা আলো
দূরে ঠেলে দিয়ে তবে এতটা বেসেছ কেন ভালো?

কী ছিলো আকাশ জানে, দুইমুখে চলে যাওয়া পাখি
ফিরবে না পথে আর বাসা ভেঙে চলে গেছে যারা
শ্যাওলায় ঢাকা পড়া ভুলে যাওয়া বোবা শিলালিপি
জল থেকে তুলে এনে সমাধি স্থাপন করে তারা

ভুলগুলো মুছে দেয় বয়সের অনুতাপ জলে
দুটিতে বাড়ায় হাত বকুলের বন ছায়া তলে
চোখেতে মিলিয়ে যায় ছেড়ে আসা অভিমানী পথ
হোক না জীবন আজ, সবচেয়ে গভীর শপথ!

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ